বাঁশখালীতে পুকুরে ডুবে মামা-ভাগিনার মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৪ আগস্ট ২০২০, ২১:০৯
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে একই সাথে মামা-ভগিনার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ৩টায় গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গন্ডামারা সোনাই বাবার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন মামা মো: ইলিয়াছের ছেলে আল হাছান (৫) ও ভাগিনা মো: গিয়াস উদ্দিনের ছেলে মো: এরফানুল হক (৫)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলী নবী জানান, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেহের আলী বাড়িতে গিয়াস উদ্দিন মামা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বেলা ৩টার দিকে সবার অগোচরে মামা আল হাসান ও ভাগিনা এরফান খেলার ছলে পুকুরে পড়ে যান। পরবর্তীতে বাড়ির সবাই তাদের খোঁজ করতে গিয়ে দুইজনকেই পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামা-ভাগিনাকে মৃত ঘোষণা করেন।
একইসাথে মামা-ভাগিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত আটটায় সোনাই বাপের বাড়ি ও মেহের আলী বাড়িতে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানের তাদের লাশ দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য আলী নবীর বরাত দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী।