২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে যুবক খুন

নোয়াখালীতে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে যুবক খুন -

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ছুরিকাঘাতে মো: হৃদয় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মো: হৃদয় চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের আবদুর রহিমের ছেলে।

জানা যায়, পুকুরে গোসল করাকে কেন্দ্র করে একই গ্রামের সোহাগ তর্ক-বির্তকের জের ধরে হৃদয়কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন সোহাগ (২৬), ফাহিম (২৪), নাঈম (২৩), জাবেদ (২৮) ও আজাদ (২৭)।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement