২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৈরুত বিস্ফোরণে নিহত কুমিল্লার রেজাউলের পরিবারে শোকের মাতম

বৈরুত বিস্ফোরণে নিহত কুমিল্লার রেজাউলের পরিবারে শোকের মাতম - ছবি : নয়া দিগন্ত

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে একজন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মণির শিকদারের ছেলে রেজাউল আমিন শিকদার। থাকতেন বৈরুতের বন্দর সংলগ্ন ডাউনটাউন এলাকার আলভোর শহরে। কাজ করতেন একটি পেট্রোল পাম্পে। আনুমানিক চার বছর আগে বৈরুত নিয়ে যান তার ছোট ভাই মাহবুব শিকদারকে ও। মাহাবুব আলাইয়া এলাকায় থেকে পেট্রোল পাম্পে চাকরি করেন। বৈরুতে রেজাউলের এক মামা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের জসিমউদ্দীনও থাকেন। জসীমউদ্দিন বুধবার দিবাগত রাত ১২টার দিকে বৈরুত থেকে পরিবারের নিকট ফোন করে রেজাউলের মৃত্যুর বিষয়টি জানান।

কৃষক পরিবারের সন্তান রেজাউল দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে পাকা ঘর তৈরি করেন এবং দুই বোন তিশা আক্তার ও লিমা আক্তারকে বিয়ে দেন। তার এমন মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে শুধুই শোকের মাতম।

নিহত রেজাউলের পিতা মনির শিকদার জানান, বিস্ফোরণে রেজাউলের মামা জসীমউদ্দিনের এক ভাতিজা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজিসার গ্রামের রাসেলও মারা যান। মণির শিকদার তার ছেলে রেজাউল আমিন শিকদারের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রেজাউলের মৃত্যুর বিষয়ে খোঁজ-খবর নেয়া হয়েছে এবং সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement