৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোয়াখালীতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৮

নোয়াখালীতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৮ -

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেইসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। এমনকি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে এক পক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সলের সাথে ছাত্রলীগ কর্মী তামিমের সাথে ফেইসবুকের কমেন্ট নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। পরে রাত ৮টার দিকে ছাত্রলীগ কর্মী তামিম চরএলাহী বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সল ও তার সাঙ্গপাঙ্গরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে এ ঘটনার জের ধরে চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বারের ছেলে ইব্রাহীম কিল, ঘুষি দেয়। এর জের ধরে চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।


আরো সংবাদ



premium cement