২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চান্দিনায় বাস উল্টে নিহত ২

চান্দিনায় বাস উল্টে নিহত ২ - নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই জন নিহত হয়।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষনিকভাবে সামসি বেগম (৫০) নামে একজনের পরিচয় পাওয়া যায়। সামসি বেগম নোয়াখালী জেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। অপর পুরুষের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী হিমাচল পরিবহনের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসটির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনা কবলিত বাসে থাকা ৭ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয় চালক, হেলপারসহ আর পাঁচ যাত্রী।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির সার্জেন্ট (এসআই) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement