২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চট্টগ্রাম বন্দরে ১ কোটি ৩৪ লক্ষ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

-

সস, মটরশুটি ও চকলেট ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে চুইংগাম ও এনার্জি ড্রিংকস এনে ১ কোটি ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে চট্টগ্রামের এক আমদানিকারক।

চট্টগ্রাম কাস্টম হাউজের এআইআর (অডিট, ইনভোস্টিগেশন এন্ড রিচার্স) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসুয়া নয়া দিগন্তকে জানায়, আমদানিকারক চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারস্থ কর্ণফুলী টাওয়ারের জিয়াদ ইন্টারন্যাশনাল সিএন্ডএফ এজেন্ট মেসার্স ইস্টার্ণ এন্টারপ্রাইজ সিএন্ডএফ লি. এর মাধ্যমে বিল অব এন্ট্রি নম্বর সি-৩২১৮০৩, তারিখ : ১৭/০২/২০২০ দাখিল করেন। ওই বিল অব এন্ট্রির মাধ্যমে ঘোষিত পণ্যের বিষয়ে গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, চট্টগ্রামের এআইআর শাখা কর্তৃক লক করা হয়। ওই লককৃত বিল অব এন্ট্রির মাধ্যমে ঘোষিত পণ্য গত রোববার এআইআর কর্মকর্তাদের মাধ্যমে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

ওই কায়িক পরীক্ষা ৪ হাজার ৯৫৬ কেজি সস ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৫ হাজার ৭৯ কেজি, ১৩ হাজার ৭৯০.৪০ কেজি মটরশুটি ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২৪০ কেজি এবং ১ হাজার ২৯৬.৪০ কেজি চকোলেট ঘোষণার বিপরীতে পাওয়া যায় ৮ হাজার ৬০৪ কেজি।
এছাড়া, ঘোষণা বহির্ভুতভাবে অর্গানিক মিক্সড নাটস ১ হাজার ৮৬০.০০ কেজি, চুইংগাম ১৬ হাজার ২৫২ কেজি, নুডুলস ৩৯২ কেজি এবং উচ্চ শুল্কের এনার্জি ড্রিংকস ১০ হাজার ৬৪৮ লিটার পাওয়া যায়।

তিনি জানান, ওই আমদানিকারক ঘোষণাতিরিক্ত ও ঘোষণা বহির্ভুত পণ্য আমদানির মাধ্যমে ১ কোটি ৩৪ লক্ষ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল