২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ফেনীতে নৈশপ্রহরীকে হত্যা, পুলিশের গুলিতে ৩ ডাকাত নিহত

দাগনভূঞায় ডাকাতিকালে নৈশপ্রহরীকে খুন, গোলাগুলিতে প্রাণ গেল ৩ ডাকাতের - ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় ডাকাতির চেষ্টাকালে বাধা দেয়ায় আবদুল মান্নান (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাত দল। এসময় পুলিশের সাথে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়। এছাড়া এক ডাকাতকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।

এসব তথ্য জানিয়েছেন দাগনভূঞা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি বড় ছুরিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার এবং ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার ও স্থানীয়রা জানায়, আনুমানিক রাত সাড়ে ৩টার সময় ডাকাত দল বেকের বাজারে শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানে ডাকাতির চেষ্টা করে। মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান (৫০) ও রফিক তাদের দেখে চিৎকারের চেষ্টা করে। এসময় ডাকাত দল আবদুল মান্নানের হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। স্থানীয় কয়েকজন মানুষ টের পেয়ে বাজার মসজিদের মাইকে এলাকাবাসীকে এগিয়ে আসার আাহবান করে ও পুলিশকে জানায়। একপর্যায় ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দেয়। পরে ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছুড়লে তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ একজনকে সকাল ৯টায় ফেনী জেনারেল হাসাপাতালে প্রেরণের পর কর্তব্যরত চিকিৎসক ডা. আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, নৈশ প্রহরীসহ নিহত সবার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিহত নৈশ প্রহরী আবদুল মান্নান একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সপ্তাহ ব্যবধানে সূচক বাড়লেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকখাত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই : রাশিয়া ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আজ হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা : সিএ প্রেস উইং শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি : রয়টার্সকে ড. ইউনূস মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ১৬ বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা সালমান রহমানের আড়াই শ’ কোটি টাকার সম্পদ ক্রোক বাংলাদেশে বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী

সকল