০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

হাব চট্টগ্রাম জোনের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রীর স্মরণসভা

হাব চট্টগ্রাম জোনের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রীর স্মরণসভা - ছবি : নয়া দিগন্ত

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের উদ্যোগে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল হাব চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারুর সঞ্চালনায় ও হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল কাসেম, হাবের সাবেক সেক্রেটারি আজহারুল ইসলাম চৌধুরী, মুরশেদুল আলম চৌধুরী ও আটাবের সাবেক ই.ভি.পি এমদাদুল্লাহসহ হাবের সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মপ্রতিমন্ত্রী মরহুম শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন সুধী-সজ্জন ও অত্যন্ত অমায়িক স্বভাবের একজন রাজনীতিবিদ। তার কথা ও কাজের মধ্যে ছিল বরাবরই সামঞ্জস্যতা। হজ ব্যবস্থাপনায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা ধর্মপ্রতিমন্ত্রী মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে আধুনিক হজ ব্যবস্থাপনার রূপকার এবং হজ এজেন্সিসমূহের কল্যাণে একজন আত্মনিবেদিত প্রাণ উল্লেখ করে বলেন, লক্ষাধিক হাজী নিয়ে পবিত্র হজে গমন করেন সকল হাজী ও হজ এজেন্টদের সার্বক্ষণিক খবরাখবর রাখতেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে হাব চট্টগ্রাম ও কেন্দ্রীয় কমিটি একজন প্রকৃত অভিভাবককে হারালো।

বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনা সভার পর মিলাদ-কিয়াম শেষে ধর্ম প্রতিমন্ত্রী মরহুম শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরো সংবাদ



premium cement
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে আগামীকালের ইসলামি মহাসম্মেলন সাফল্যমণ্ডিত করার আহ্বান হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার

সকল