সিএমপি কমিশনার মাহাবুবর রহমান করোনায় আক্রান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২০, ১৩:৫৩, আপডেট: ০৯ জুন ২০২০, ১৩:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো: মাহাবুবর রহমান।
সোমবার রাত ১টার দিকে করোনা পরীক্ষার ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়।
রাতে টেলিফোনে আলাপকালে কমিশনার মাহাবুবর রহমান নিজেই করোনা পজেটিভ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘করোনা পজেটিভ রিপোর্ট আসলেও আপাতত আমি সুস্থ আছি। তেমন কোনো উপসর্গ নেই। কয়েক দিন ধরে শরীরে সামান্য জ্বর অনুভব হওয়ায় আমি এবং আমার স্ত্রীর করোনা টেস্ট করিয়েছিলাম। আজ রাতে রিপোর্টে জানলাম আমার পজেটিভ এসেছে আর আমার স্ত্রীর নেগেটিভ এসেছে। রিপোর্ট পজেটিভ আসার পর থেকে আমি সবার থেকে আলাদা থাকার ব্যবস্থা করছি। বাসায় আইসোলেশনে আছি।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা