ফেনীতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ মে ২০২০, ২২:৩১, আপডেট: ২৮ মে ২০২০, ২২:২৬
ফুলগাজীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের বোয়াল মাছ। বৃহস্পতিবার সকালে ফুলগাজীর উত্তর বরইয়া গ্রামের স্বল্প পানির একটি জমি থেকে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, মৌসুমী মাছ শিকারি সিএনজি ড্রাইভার রবিউল হক সকালে বের হন। মুহুরী নদী থেকে দুটি বিশাল আকারের বোয়াল মাছ একটি আরেকটিকে তাড়া করে পার্শ্ববর্তী জমিতে উঠে আসে। এসময় রবিউল হক মাছটি কোচ (মাছ ধরার একটি যন্ত্র) দিয়ে শিকার করতে না পেরে ঝাঁপ দিয়ে বোয়াল মাছটির কানের ভেতর হাত ঢুকিয়ে দেন। এতে তার ক্ষত-বিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে মাছটি ডাঙ্গায় তুলে আনতে সক্ষম হন তিনি।
পরে এটি ফেনী শহরের পাইকারি মাছের আড়তে নিয়ে গেলে সেখানকার সাহাবুদ্দিন মিয়ার আড়ৎ প্রতি কেজি ৮শ’ টাকা ধরে ১৯ কেজি ৭শ’ গ্রাম ওজনের বোয়ালটি ১৫ হাজার ৭শ’ ৬০ টাকা দিয়ে মাছটি কিনে নেয়।
রবিউল হক জানান, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘক্ষণ চেষ্টা করে মাছটি ধরতে সক্ষম হই। জীবনে এত বড় মাছ পাবো কল্পনাও করি নাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা