২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে শিশু খাদ্যের জন্য বরাদ্দ ২৯ লাখ টাকা

ফেনীতে শিশু খাদ্যের জন্য বরাদ্দ ২৯ লাখ টাকা - ছবি : সংগৃহীত

অসহায় পরিবারের শিশুর পুষ্টি নিশ্চিতে সারা দেশের মতো সরকার ফেনীতে আর্থিক সহায়তা চলমান রেখেছে। আজ শনিবার ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, একাধিক ধাপে ফেনীতে ২৯ লাখ টাকা শিশুখাদ্যের জন্য বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত টাকা হতে শিশুদের উপহার প্যাকেট তৈরী করে তা উপজেলাভিত্তিক উপ-বরাদ্দ দেয়া হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত ২৪ লাখ টাকার পণ্য সামগ্রী কেনা হয়েছে। ভোগ্যপণ্য প্যাকেটজাত করে তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ৬ উপজেলা ও ফেনী পৌরসভায় মোট ৪ হাজার ১০০ প্যাকেট শিশু খাদ্য প্রেরণ করা হয়েছে। পণ্যের মধ্যে রয়েছে সুজি, চিনি, সেমাই, মুড়ি, খেজুর, বিস্কুট, কেক, চকলেট, গুড়োদুধ ও সাবান।

উপজেলায় উপ-বরাদ্দ প্রসঙ্গে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, এ পর্যন্ত ধাপে-ধাপে সদর উপজেলায় ১ হাজার ৩৮০ প্যাকেট, সোনাগাজীতে ৬৭০ প্যাকেট, ছাগলনাইয়ায় ৪৮০ প্যাকেট, দাগনভূঞায় ৬৭০ প্যাকেট, পরশুরাম ৪৪০ প্যাকেট ও ফুলগাজীতে ৪৬০ প্যাকেট শিশুখাদ্য দেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, করোনায় বিরাজমান পরিস্থিতিতে অসহায় পরিবারের শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন। শিশুর স্বাস্থ্য রক্ষায় এটি গুরুত্ব ভূমিকা পালন করছে।

পরিবার নির্বাচন প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রেরিত তালিকার ভিত্তিতে খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও পৌর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের দেয়া হচ্ছে। এর মধ্যে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধদানে ডে কেয়ার সেন্টার, সরকারি শিশু নিকেতন, নিম্নআয়ের পরিবারের স্কুলগামী শিশুদের এ খাদ্য দেয়া হচ্ছে।

নিম্ন আয়ের পরিবারের সন্তান শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আনোয়ারের মা তাসলিমা বলেন, বাজারে কাজ কম তাই পরিবারের আয় কমে গেছে। সন্তানের জন্য দুধসহ খাবারগুলো সরাকার দেয়ায় কিছুদিনের জন্য চিন্তামুক্ত হয়েছি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৪টি স্বর্ণের বার উদ্ধার স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে ৫ হাজার কোটি টাকার দুই ‘মেগা’ প্রকল্প বাতিল পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে ট্রেন যাবে খুলনায়, কাল উদ্বোধন দেশে ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনো চলছে : বিএনপি মহাসচিব চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধাকে নাজেহাল করার ঘটনায় জামায়াতের নিন্দা শ্রম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে পোশাক শ্রমিক নেতারা স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বলল ভারত সরকারের মুখপাত্র

সকল