পদ্মা নদী থেকে ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার
- শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২১ মে ২০২০, ২০:১২, আপডেট: ২১ মে ২০২০, ২০:০৭
শিবালয়ে মনিরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মচারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার আরুয়া ইউনিয়নের পদ্মা নদীর জগৎদিয়া গ্রাম অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনির রাজবাড়ি বালিয়াকান্দির সোনাপুর গ্রামের মৃত সামসুল ইসলামের ছেলে। সে গাজিপুরের কালিয়াকৈরে ডাচ্ বাংলা ব্যংকে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার পথে সে নিখোঁজ হয়। ওইদিন রাত ৯টার দিকে মনিরুল তার স্ত্রী ফাহিমাকে মোবাইল ফোনে জানায় অনেক ঝামেলার মধ্যে পাটুরিয়া থেকে ট্রলার যোগে রওয়ানা দিয়েছি। এর পর থেকেই মনিরুলের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন গোয়ালন্দ ঘাট থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখাকালীন শিবালয় থানা পুলিশ লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি নিচ্ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা