হাতিয়ায় ৭ নম্বর বিপদ সংকেত, নৌ-চলাচল বন্ধ
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১৯ মে ২০২০, ১৬:৫৫, আপডেট: ১৯ মে ২০২০, ১৯:৫৩
করোনা কালে আমফানের প্রলয়। এমনিতে করোনায় থাবায় জীবনযাত্রা পর্যুদস্ত এর মাঝে ঘূর্নিঝড় আমফানের প্রভাবে হাতিয়া ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকায় মাইকিং চালাচ্ছে সিপিরি সদস্যরা।
মঙ্গলবার সকালে হেঁটে, মোটরসাইকেল চড়ে জনগনকে সচেতন করতে হাতিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং চালাচ্ছে। একই ভাবে রেডিও সাগরদ্বীপ থেকে অব্যাহত আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রচার করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে আকাশ গুমোট ও মেঘাচ্ছন্ন রয়েছে। জনসাধারণের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এদিকে হাতিয়ার অনেক ইউনিয়নে বেড়ী বাঁধ না থাকায় জলোচ্ছ্বাসের আতঙ্কে রয়েছে বেড়ী বাঁধের সাধারণ মানুষ।
এছাড়াও সিপিপির ১শত ৭৭টি ইউনিটে সিগনাল পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। হাতিয়ার সাথে মূল ভূখন্ডের সকল নৌ-চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, দুর্যোগ মোকাবিলায় হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১শত ৮৫টি আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। জরুরী প্রয়োজনে জনগণকে এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা