২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাঁদপুরে পুলিশ সদস্য ও চিকিৎকসহ আরো ৪ জনের করোনা শনাক্ত

মোট আক্রান্ত ৭১ জন
-

চাঁদপুরে আরো চারজনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। তার বাড়ি ফরিদগঞ্জ, কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কনস্টেবল এবং মতলব আইসিডিডিআরবি (কলেরা) হাসপাতালের একজন চিকিৎসক এবং আগে আক্রান্ত হিসাবরক্ষকের এক ছেলে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জেলার মোট ২৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে দুজন পজেটিভ, ২২ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি হাসপাতালের আরো দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। এর মধ্যে মারা গেছেন চারজন আর সুস্থ হয়েছেন ১৫ জন। বাকি ৫২ জন চিকিৎসাধীন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭১ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৯, ফরিদগঞ্জে ৮, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৫, মতলব দক্ষিণ পাঁচজন, কচুয়ায় ৪, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২ জন।

চাঁদপুর সিভিল সার্জন ডা: সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুর থেকে আরো ১০৪ জনের নমুুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১০জন। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৯৫৮টি। রিপোর্ট অপেক্ষমান ১৫২টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫৭ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। বর্তমানে আইসোলেশনে আছে সাতজন রোগীর। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৬৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজর ৫৯৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ জন।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল