২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে নারীর চুল কেটে গায়ে লবণ-মরিচ দেয়ার ঘটনায় যুবক আটক

নোয়াখালীতে নারীর চুল কেটে গায়ে লবণ-মরিচ দেয়ার ঘটনায় যুবক আটক - নয়া দিগন্ত

নোয়াখালীতে মেয়ে পালিয়ে বিয়ে করে সংসার করার অপরাধে ও পূর্ব শুক্রতা জের ধরে মাকে পিটিয়ে আহত ও চুল কেটে শরীরে লবণ-মরিচ লাগিয়ে দেওয়ার ঘটনায় মো. আরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকালে আটকের পর বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের আবু জাফর মিয়ার ছেলে রিয়াদের সাথে একই গ্রামের বেলাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর পূর্বে তারা পালিয়ে বিয়ে করে অন্যত্র ঘর-সংসার করে আসছিল। এই ঘটনার জের ধরে রিয়াদের ছোট ভাই আরিফের নেতৃত্বে গত সোমবার ৫/৬ জন সন্ত্রাসী বেলালের স্ত্রী ফুলমতির উপর হামলা চালিয়ে বেদম পিটিয়ে আহত করে এবং তার শরীরে লবণ-মরিচ লাগিয়ে মাথার চুলও কেটে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে।

ভিকটিমের ছেলে রুবেল জানায় নির্যাতনের ঘটনায় মামলা করায় সন্ত্রাসীরা তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। অন্য আসামীরা প্রকাশ্যে গুরে বেড়াচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু জানান, এটা একটা জঘন্য ঘটনা, এর বিচার হওয়া দরকার।

সুধারাম থানার এসআই আবদুর শুক্কুর এ ঘটনায় আরিফ নামে একজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন।


আরো সংবাদ



premium cement