লাকসামে উদ্ধার করা শাবকগুলো বাঘের নয়, মেছো বিড়াল
- লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১২ মে ২০২০, ১৮:১৮, আপডেট: ১২ মে ২০২০, ১৮:৫৯
কুমিল্লার লাকসামে উদ্ধাকৃত বাঘের সাদৃশ্য শাবকগুলো মেছো বিড়াল হিসেবে সনাক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে লাকসাম থানায় রক্ষিত ওই শাবকগুলো মেছো বিড়াল বলে নিশ্চিত করেছেন উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শিপন। সোমবার উদ্ধারকৃত ওই তিনটি মেছো বিড়ালের শাবকগুলোকে বাঘের শাবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
এদিকে ওই মেছো বিড়ালগুলো মঙ্গলবার দুপুরে লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন উপজেলা বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শিপনের কাছে হস্তান্তর করেন। এসময় লাকসাম থানার সিনিয়র উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাকসাম থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রামের মাঠে হাজি সিরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের জমিতে ধান কাটতে গিয়ে ওই শাবকগুলো স্থানীয়দের নিয়ে আটক করে। এরমধ্যে দুটি শাবক তার নিজের কাছে রেখে বাকি একটি পাশ্ববর্তী গ্রামের আরিফকে দিয়ে দেয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ রাতে ওই ৩টি শাবক উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
লাকসাম থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, উদ্ধারকৃত ওই তিনটি শাবক মঙ্গলবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা থানায় এসে মেছো বিড়াল হিসেবে শনাক্ত করলে সেগুলোকে তাদের কাছে হস্তান্তর করে দেয়া হয়।