আনারসের ট্রাকে ৬৪ কেজি গাঁজা, আটক দুই কারবারি
- দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
- ১১ মে ২০২০, ১৬:৫১
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনারসের ট্রাকে লুকিয়ে বিপূল পরিমান গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে সোমবার সকালে আটক করেছে র্যাব।
আটককৃতদের মধ্যে মো: সোহেল (২২) চট্টগ্রাম ভূজপুর উপজেলার হেয়াকো কড়ই বাগান এলাকার মো: শরীফ মিয়ার ছেলে এবং একই এলাকার মো: মাহবুবুল হকের ছেলে মো: রাশেদ (২০)। এ সময় তাদের নিকট থেকে ৬৪ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
র্যাব-১১ সিপিসি-২-এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন মালামাল সরবরাহের অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা