ফেনীতে ২ ডাক্তারসহ একদিনে ৮ জনের করোনা শনাক্ত
- নিজস্ব প্রতিবেদক, ফেনী
- ১১ মে ২০২০, ০৯:৩৯
ফেনীতে নতুন করে আরো আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিক্যাল অফিসার ও একজন পুলিশ রয়েছেন। বাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
আক্রান্ত ব্যক্তিদের ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, জেলায় একজন জনপ্রতিনিধি ও একজন সরকারি কর্মকর্তাসহ এর আগে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। দুজনকে গত বুধবার ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। অপর একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলায় এ পর্যন্ত ৬৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৪১১ জনের নমুনা প্রতিবেদন আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা