০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই - প্রতীকী

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে করিমপুর রোডের খাজা হাফেজ মহিন উদ্দিন হর্কাস মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে,রাতে হর্কাস মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান হতে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মা ফার্মেসী,মতিনের বর্শী দোকান, শুভ ফার্মেসী, বিছমিল্লাহ ফার্মেসী,পাবলিক পয়েন্ট,কাজী অটো,পারট্রেক্স গ্যালারী,বাধঁন বাস কাউন্টার ও জননী টেইর্লাসসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস পরে মাইজদী ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের ২টি এবং মাইজদী ফায়ার স্টেশনের ১টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।


আরো সংবাদ



premium cement