২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

করোনাভাইরাস : চাঁদপুরে দলবদ্ধভাবে মাছ শিকার নিষিদ্ধ

করোনাভাইরাস : চাঁদপুরে দলবদ্ধভাবে মাছ শিকার নিষিদ্ধ - ছবি : নয়া দিগন্ত

করোনার কারণে চাঁদপুরে জেলেদের নদীতে দলবদ্ধভাবে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান এ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক জানান, ১ মে থেকে জেলেরা মাছ শিকারে নদীতে নেমেছে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরো চাঁদপুর জেলার জলপথ ও স্থলপথ লকডাউন করা হয়েছে। স্থলপথের পাশাপাশি নদীপথেও এক জেলার মানুষ অন্য জেলায় যাওয়া/আসা করতে পারবেন না।

সে কারণে চাঁদপুরের নদীতে মাছ ধরার জন্য অন্য জেলার জেলে-মাঝি এখানে আসতে পারবেন না। আবার এখান থেকেও অন্যত্র যেতে পারবেন না কোনো জেলে।

তিনি আরো বলেন, এছাড়া জেলার অভ্যন্তরে এক উপজেলার সাথেও অন্য উপজেলার লকডাউন কার্যকর রয়েছে। ফলে নদীপথে এক উপজেলার জেলে অন্য উপজেলায় আসা/যাওয়া নিষিদ্ধ। স্থলপথের পাশাপাশি নৌপথেও লকডাউন কার্যকরে তৎপর থাকবে প্রশাসন।

মো: মাজেদুর রহমান খান বলেন, ১ মে থেকে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেলেও নদীতে লকডাউন বলবৎ রয়েছে। সেখানেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যে বা যারা তা অমান্য করবে তাদের বিরুদ্ধে কোস্টগার্ড ও নৌ-পুলিশ ব্যবস্থা নেবে। জেলা/উপজেলা প্রশাসন থেকেও অভিযান পরিচালনা করা হবে।

লকডাউনের মধ্যে নদীতে মাছ ধরা ও পরিবহন করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, নিজেদের স্বার্থেই সবাইকে লকডাউন মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে সড়কপথের মতো নদীপথেও খাদ্যদ্রব্য পরিবহন করতে পারবে নৌযানগুলো।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় ৯ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে নিহত মা চকরিয়ায় প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার বারেক ফিরে চাওয়া : সত্তরের নির্বাচন মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে : ছাত্রদল ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে : ছাত্রশিবির মার্কিন প্রভাব মোকাবেলায় তালেবান অন্তবর্তী সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’ : তারেক রহমান রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ জুলাই বিপ্লব : কোন দিকে যাচ্ছে জেন জেড রাখাল রাহাকে গ্রেফতার ও র‍্যাব সদস্য আলেপের শাস্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭

সকল