লক্ষ্মীপুরে আরো ৬ জন করোনায় আক্রান্ত, জেলায় মোট ৪৩
- লক্ষ্মীপুর সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২০, ১৪:১৬
লক্ষ্মীপুরে নতুন করে আরো ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগী বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
বুধবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার চট্টগ্রামের বিআইটিআইডি ও ভেটেরিনারী অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে লক্ষ্মীপুরের নমুনাগুলোর পরীক্ষা করা হয়েছে। এতে ছয়জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে সদরে পাঁচজন ও রামগতিতে একজন রোগী শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় চিকিৎসক ও শিশুসহ ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরে ১৭ জন, রামগঞ্জে ১৬ জন, কমলনগরে পাঁচজন ও রামগতিতে পাঁচজন রয়েছে।
সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, রামগঞ্জে প্রথম ও রামগতিতে দ্বিতীয় আক্রান্ত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত বেশ কয়েকজনকে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বাড়িতে রেখে কিছু রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা