চন্দনাইশে মেয়াদ উত্তীর্ণ ১০০ বস্তা খেজুর ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২০, ১৮:৫৫
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গাউছিয়া দুগ্ধ খামারে অভিযান চালিয়ে গুদাম থেকে ১০০ বস্তা মেয়াদ উত্তীর্ণ শুকনো খেজুর জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ এসব খেজুর গুদামজাত করার জন্য নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় প্রতিষ্ঠিত ওই দুগ্ধ খামারের অভিযান চালায়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন মেয়াদ উত্তীর্ণ ও পোকায় আক্রান্ত খেজুর মজুদ করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও খেজুরগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয় বলে জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা