২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেবিদ্বারে ২০ হাজার পরিবারকে এমপি ফখরুলের খাদ্য সহায়তা

২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। - ছবি : নয়া দিগন্ত

করোনাদুর্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, গরিব ও অসহায় ২০ হাজার পরিবারকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নিজস্ব তহবিল থেকে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২৫ টন খাদ্য সহায়তা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মো: রাকিব হাসান, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, ওসি মো: জহিরুল আনোয়ার, জিএস মান্নান মোল্লা, প্রভাষক সাইফুল ইসলাম সামিম, স্বেচ্চাসেবকলীগ নেতা মো: নরুল আমিন, সাদ্দাম হোসেন ও ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রুবেলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণসামগ্রী বিতরণকালে এমপি ফখরুল বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে তাই আসন্ন রমজান মাসে যেন কোনো গরিব ও কর্মহীন মানুষ না খেয়ে থাকতে হয় সেজন্য ২০ হাজার পরিবারের বাড়িতে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ঈদুল ফিতরের আগে কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে আমার।


আরো সংবাদ



premium cement