২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় হোমকোয়ারেন্টাইনে ৮ গ্রামের মানুষ, টহল জোরদার

ব্রাহ্মণবাড়িয়ায় হোমকোয়ারেন্টাইনে ৮ গ্রামের মানুষ, টহল জোরদার - নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়য়ার সরাইলে মাওলানা যোবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ৮টি গ্রামে অন্তত ৩০ হাজার মানুষ এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। বন্ধ রয়েছে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। গ্রামের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। প্রতিটি সড়কে ও পাড়া মহল্লায় টহল জোরদার করা হয়েছে।

গত রোববার থেকে জেলার সরাইলের বেড়তলা, বড়ইবাড়ি, সীতাহরণ, শান্তিনগর, আশুগঞ্জের খড়িয়ালা, বগইর ও মৈশার গ্রামসহ ৮টি গ্রামের অন্তত ৩০হাজার মানুষ হোমকোয়ারেন্টাইনে রয়েছে। গত শনিবার ওই এলাকায় মাওলানা যোবায়ের আহমেদ আনসারীর জানাযায় লাখো মানুষের সমাগম হয়। এরপরই ওই ৪টি গ্রামসহ আশ পাশের ৮টি গ্রামের বাসিন্দাদের হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। লকডাউন কড়াকড়ি করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা এবং আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুর হায়দার জানান, প্রতিটি গ্রামের মেম্বারদের নেতৃত্বে কমিটি গঠন করে দেয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা ব্যতিত কোয়ারেন্টাইনে থাকা লোকজন বাড়ি থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় কেনাকাটর জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে গঠিত কমিটির সাথে যোগযোগ করলে তারাই কেনা কাটার পর তাদের বিল পরিশোধ করতে হবে। হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবার গুলোর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘নানা গুজবে’ সেন্টমার্টিনে বিধিনিষেধ বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

সকল