২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৃদ্ধকে ধমক দিয়ে চাঁদা আদায় : এসপির নির্দেশে ফেরত দিলো এএসআই

বৃদ্ধকে ধমক দিয়ে চাঁদা আদায় : এসপির নির্দেশে ফেরত দিলো এএসআই - নয়া দিগন্ত

ফেনী শহরের চাঁড়িপুরে বৃদ্ধের কাছ থেকে নেয়া চাঁদার টাকা ফেরত দিয়েছে এএসআই আলমগীর হোসেন।রোববার রাতে পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার ওসির উপস্থিতিতে উল্লেখিত টাকা ফেরত দেয়া হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, রোববার সকালে শহরের চাঁড়িপুর এলাকার মাজারিয়া মসজিদ সংলগ্ন আহাদ মিয়া দুই শ্রমিক দিয়ে বাড়ি পরিচ্ছন্ন করছিলেন। টহলরত এএসআই আলমগীর হোসেন তাকে ডেকে শ্রমিক দিয়ে কাজ করানোর জন্য শাসিয়েছেন। একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি-ধমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আহাদ মিয়া তখন ২০ হাজার টাকা দিয়ে ক্ষমা চান। ঘটনা জেনে আহাদ মিয়ার ভাতিজা আবদুল কাইয়ুম ফাহাদ সন্ধ্যায় পুলিশ সুপার খোন্দকার নুরূন্নবীকে অবহিত করেন।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিষয়টি যাচাই-বাছাই করে সমাধানের জন্য মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনকে নির্দেশ দেন এসপি নূরুন্নবী। ঘটনার সত্যতা পেয়ে রাতেই আহাদ মিয়াকে থানায় ডেকে নেন ওসি। এসময় ১০ হাজার টাকা ফেরত দিয়ে ক্ষমা চান এএসআই আলমগীর।
আবদুল কাইয়ুম ফাহাদ টাকা ফেরতপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রাতে থানায় সুরাহা হয়েছে।


আরো সংবাদ



premium cement