লাকসামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের নগদ অর্থ ও পোশাক বিতরণ
- লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১২ মার্চ ২০২০, ২০:৪৩
কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তর পশ্চিমগাঁও সোয়াছয়ানীপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শাখার উদ্যোগে নগদ টাকা ও তৈরি পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরসভার আমীর মু. জয়নাল আবদীন পাটোয়ারী ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় পৌরসভা জামায়াতের সেক্রেটারি সাহাব উদ্দিন হায়দার, কর্মপরিষদ সদস্য আবদুল জলিল, ওয়ার্ড আমীর আহসান উল্ল্যাহ মিয়াজী, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর শাখার সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার রাতে সোয়াছয়ানীপাড়ার হাজী জয়নাল আবেদীনের মার্কেটের লোকমান হোসেনের রিফাত ফার্নিচার, সুমনের ঝুমু স্টোর, সোহরাব হোসেনের বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ লক্ষাধিক টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও বাসা-বাড়ির ফ্রিজ-টিভি, আসবাবপত্রসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। সংবাদ পেয়ে লাকসাম ফায়ার স্টেশনের দমকল বাহিনীর একটি ইউনিট থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা