১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পার্বত্য চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জনসংহতি সমিতির

- নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনতিবিলম্বে চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জনসংহতি সমিতি (এমএন লারমা)। শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা। লিখিত বক্তব্যে ভূমি কমিশনকে কার্যকর করা, পুলিশ, ভূমি ও বনসহ গুরুত্বপূর্ণ বিভাগসমূহ আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে হস্তান্তর এবং স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকায় জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন দেয়াসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। পার্বত্য চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে দলটির পক্ষ থেকে ২ ডিসেম্বর র‌্যালী ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সুধাকর ত্রিপুরা বলেন, সরকার চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন করছে ঠিকই, কিন্তু ভূমি, স্থানীয় পুলিশ ও বনসহ মৈলিক বিষয়গুলো এখনো বাকী। তবে বর্তমান সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে বলে আশাবাদী তারা। চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে পাহাড়ে আর অশান্তি থাকবে না বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ কান্তি চাকমা, ছাত্রবিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা, সদস্য দূর্গা রানী চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক সিন্দু কুমার চাকমা প্রমূখ।


আরো সংবাদ



premium cement
‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’ চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসি’র সিদ্ধান্ত ট্রাকচাপায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান নিহত 'গণহত্যায় উসকানির দায়ে' ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন তিতুমীর কলেজের ইস্যুটির দ্রুতই সমাধান হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইয়াং মুসলিমস সোসাইটির যাত্রা শুরু টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে ইমরুল কায়েস অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কথা বলেননি প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

সকল