নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে আহত দেড় শতাধিক
- মুহাম্মদ হানিফ ভূঁইয়া, নোয়াখালী
- ২০ নভেম্বর ২০১৯, ১৪:০২
নোয়াখালীর মাইজদীতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কেন্দ্র করে দফায় দফায় সংর্ঘষে অন্তত দেড় শতাধিক আহত হয়েছে। বুধবার সকালে গণপূর্ত অধিদপ্তরের সামনে, ভুলু স্ট্রেডিয়াম ও টাউন মোড়ে এ সংর্ঘষ হয়। আহতদের মধ্যে ৯৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতা শহীদ উল্যাহ খাঁন দুজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। বিবাদমান কোন্দলের জের ধরে বুধবার সকালে উভয় গ্রুপ মিছিল নিয়ে সম্মেলনস্থল শহীদ ভুলু স্টেডিয়ামে আসার পথ এবং সম্মেলন স্থলে সংর্ঘষে জড়িয়ে পড়ে। উভয় গ্রুপ লাঠিসোটা নিয়ে এক গ্রুপ অন্যগ্রুপের উপর হামলা চালায়।
এতে আরিফ(২৫), কাইয়ূম(১৮), সোহাগ(৩৫), সালাউদ্দিন(৩০), মহিন(২৫), শাহজাহান(২৫), ইমরান(১৯), রাজু১৬), নুর হোসেন(২৬), মোস্তফা(৫০), হাসেম(৬০), আলমগীর হোসেন পলাশ(৩৫), সফি আলম(৫০), নুরুল হক(২৮) ও মহিন(৩৫) সহ দেড় শতাধিক আহত হয়। আহতদের মধ্যে ৯৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দফায় দফায় সংর্ঘষে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৪ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা