রাঙ্গামাটির পাহাড়ে ভাঙ্গনের ঝুঁকি, লোকজন সড়িয়ে আনা হচ্ছে আশ্রয়কেন্দ্রে
- রাঙ্গামাটি সংবাদদাতা
- ১০ জুলাই ২০১৯, ১৪:২৪
পাচঁ দিন ধরে রাঙ্গামাটিতে বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনরাতে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বর্ষণ চলছে। টানা বর্ষনে বিভিন্ন স্থানে মাটি ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে ঘাঘড়া এলাকায় রাঙ্গামাটি –চট্টগ্রাম সড়কে ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। বৃষ্টি আর পাহাড়ী ঢল নামতে শুরু করায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতাও বাড়তে শুরু করেছে।
এদিকে পাহাড় ধসে প্রানহানি এড়াতে রাঙ্গামাটি জেলা প্রশাসন বুধবারও অভিযান চালিয়ে শহরের অতি ঝুকিপূর্ণ এলাকা থেকে শহরে ৫ টি আশ্রয় কেন্দ্র প্রায় ৫শত লোককে সড়িয়ে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার দেয়া হচ্ছে।
রাঙ্গামাটির সবচেয়ে ঝুকিপূর্ন এলাকা মনোঘর, যুব উন্নয়ন এলাকা, শিমুলতলী, ভেদেভেদী, সনাতন পাড়া, লোকনাথ মন্দিরের পেছন সাইড, রূপনগর, আরশি নগর, টিভি সেন্টার এলাকা, আউলিয়া নগর সহ বেশ কিছু ঝুকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে জেলা প্রশাসনের বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করছে ।
উল্লেখ্য, এ মাসে বৃষ্টি শুরু হওয়ার পর গত সোমবার কাপ্তাই কেপিএম এলাকায় এক মহিলা ও এক শিশু পাহাড় ধসে মাটি চাপায় নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা