২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

সীতাকুণ্ডে রাম জলদাসের পরিবারকে আর্থিক সহায়তা ও সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিল জামায়াত

সীতাকুণ্ডে রাম জলদাসের পরিবারকে আর্থিক সহায়তা ও সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিল জামায়াত। - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম জলদাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উজেলা জামায়াত নেতারা। এছাড়াও জামায়াত নেতারা রাম জলদাসের গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও তার সন্তানের পড়াশোনার খরচ বহনের দায়িত্বও গ্রহণ করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতের একটি প্রতিনিধি দল রাম জলদাসের পরিবারের সাথে সাক্ষাত করতে গেলে সেখানে এ ঘোষণা দেন জামায়াতের সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি আবু তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ থানা ও ইউনিয়ন জামায়াত নেতারা।

এ সময় আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, আমরা নিহত রাম জলদাসের পরিবারকে নগদ আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। একইসাথে তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করব আমরা। এছাড়াও হত্যার বিচার পেতে তার পরিবারকে সব প্রকার আইনি সহযোগিতা জামায়াত করবে।

গত ১৭ ফেব্রুয়ারি সকালে সাগরে বালু উত্তোলনকারীদের সাথে কথা কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের। একপর্যায়ে তাদেরকে ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয় বালু খেকোরা। আর ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত জেলেকে জীবিত উদ্ধার করা হলে ২১ ফেব্রুয়ারি রাম দাসের লাশ ভেসে ওঠে সাগরে।


আরো সংবাদ



premium cement
গাজার অবকাঠামো ধ্বংসের পেছনে মূল উদ্দেশ্য কী দেশে বিশ্বমানের হাসপাতাল প্রয়োজন দেশের সার্বভৌমত্বে আঘাত করতেই ভারত পিলখানা হত্যাকাণ্ড করেছে : ড. মাসুদ সংখ্যালঘু রাজনীতির সাইনবোর্ডে অসততা চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জরুরি অবস্থা ঘোষণা ‘শিশুদের সুনাগরিক হিসেবে গড়তে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে’ বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি বাংলাদেশ-কোরিয়ার মধ্যে ইপিএ স্বাক্ষরের প্রক্রিয়া চলছে : কোরিয়ান রাষ্ট্রদূত রমজানে নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে কাজ করছে সরকার : ধর্ম উপদেষ্টা ৪৬ হাজার বছর পর জীবন ফিরে পেল হিমায়িত কীট ডিএনসিসির আওতাধীন খালের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক

সকল