২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই

পুড়ে যাওয়া খড়বোঝাই পিকআপ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুতের তারের স্পার্ক থেকে আগুন লেগে একটি খড়বোঝাই পিকআপ পুড়ে গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালিক মোহাম্মদ জাকির হোসেন জানান, পহরচান্দা থেকে খড়বোঝাই করে পিকআপটি পার্বত্য জেলা বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব পহরচান্দা এলাকায় পৌঁছালে সড়কের উপর থাকা বিদ্যুতের তারে স্পার্ক হয়ে খড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই পিকআপটি পুড়ে যায়।

হাগাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রুবেল আলম জানান, ‘আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। আশেপাশে পুকুর না থাকায় কৃষি জমি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। তবে, এতে কেউ হতাহত হয়নি।’

গাড়ির মালিক জানিয়েছেন, গাড়িটির আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।


আরো সংবাদ



premium cement