২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

চন্দনাইশে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

কোরআন বিতরণ অনুষ্ঠানে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজে শতাধিক ছাত্রদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চন্দনাইশ শহর শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের মাদরাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির।

এছাড়া প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি আসিফুল্লাহ মো: আরমান, আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌর আমির কাজী কুতুব উদ্দিন, ছাত্রশিবির দোহাজারী থানা শাখার সভাপতি আজম খান প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘আল কোরআন মানুষের হেদায়েতের চাবিকাঠি। মহিমান্বিত রমজান মাসকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কোরআন নাজিলের মাস হওয়ার কারণে।

বক্তারা আরো বলেন, ‘একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশ-জাতির কল্যাণে প্রস্তুত হওয়ার জন্য আল কোরআনের সংস্পর্শে থাকা আবশ্যক। নৈতিক ও চরিত্রবান জাতি গঠনের জন্য আল কোরআনের শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement