২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর - ছবি : সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভিসি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় নোবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী।

অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘এ এমওইউ’র মাধ্যমে উভয় প্রতিষ্ঠান এগিয়ে যাবে। একইসাথে গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবি ও ইবনে সিনা ট্রাস্ট যুগপদ কাজ করলে আমরা তা স্বাগত জানাবো। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আমাদের শিক্ষার্থীরাও বাস্তব এবং প্রায়োগিক ক্ষেত্রে এর মাধ্যমে কাজ করার সুযোগ পাবে।’


আরো সংবাদ



premium cement