২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

সীতাকুণ্ডে পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপিসহ ৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতকর্মী আবু বক্কর ছিদ্দিক পারভেজ হত্যাকাণ্ডে পুলিশ কমিশনার ও আওয়ামী লীগের সাবেক দু’এমপিসহ মোট ৫৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার ওসি ও ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াতকর্মী মীর ফরহাদ হোসেন এ মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত করে পদক্ষেপ নেয়ার জন্য সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ দেন।

এ ঘটনায় মামলার আসামিরা হলেন সীতাকুণ্ড মডেল থানার সাবেক এএসপি বর্তমান সিলেট বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মো: সাইফুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, সীতাকুণ্ড থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান ও পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন, এসআই গোলাম ফারুক ,এসআই রেজাউল করিম, এসআই মো: ফারুক, এসআই সরিফুজ্জামান, এসআই কাজি আশরাফ, সাবেক এমপি দিদারুল আলম ও এসএম আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া, সৈয়দপুর ইউপির সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মুরাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাচ্চু বাহার, বারৈয়াঢালার সাইদুল ইসলাম প্রকাশ ইসলাম ডাকাত, ছাত্রলীগ নেতা মো: ফারুকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগারহাটের জামায়াতকর্মী রাসেল বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুবক্কর ছিদ্দিক পারভেজ ঘটনাস্থলে নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপ্রার্থী হয়ে আদালতে এ মামলা করা হয়।


আরো সংবাদ



premium cement
চাঁদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক হায়দার আমিরাতে পৌঁছেছে নারী ফুটবল দল সরকারি চাকরিতে ফ্যাসিবাদের কোনো দোসরকে বিবেচনার সুযোগ নেই : বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ ব্যাংক শিগগিরই পূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত হবে : গভর্নর নোবিপ্রবির সাথে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর ময়মনসিংহে কাঁঠাল গাছের উপর থেকে শিশুর লাশ উদ্ধার পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সাবেক সভাপতি গ্রেফতার একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন : প্রধান উপদেষ্টা

সকল