২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

সোনাগাজীতে ধর্ষণে অভিযুক্ত হারুন শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেফতার

সোনাগাজীতে ধর্ষণে অভিযুক্ত হারুন মিয়াজী গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫৮ লাখ টাকা চাঁদা আদায় করে বিদেশে চলে যাওয়ার সময় অভিযুক্ত হারুন মিয়াজী চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত হারুনুর রশিদ মিয়াজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের রফিকুল ইসলাম মিয়াজির ছেলে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। যাতে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হারুনুর রশিদ প্রকাশ হারুন মিয়াজী (৩০) একই গ্রামের প্রাবাসীর স্ত্রীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইতোপূর্বে কয়েক ধাপে নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ওই আপত্তিকর ভিডিও গৃহবধূকে দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। গৃহবধূর স্বামীর প্রবাসে অর্জিত সমস্ত টাকা আত্মসাৎ করে। এছাড়া গৃহবধূকে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে হারুন মিয়াজীকে টাকা দিতে বাধ্য করে।

সম্প্রতি আবারো গৃহবধূর কাছে টাকা দাবি করলে গৃহবধূ অজ্ঞাত স্থানে পালিয়ে গিয়ে হারুন মিয়াজীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ ধর্ষক হারুন মিয়াজীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
অতিরিক্ত মহাপরিদর্শকসহ পুলিশের ৮২ কর্মকর্তাকে ওএসডি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে দক্ষ মানবসম্পদ জরুরি জলাভূমি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ড. আইনুন নিশাত আদালতে স্বীকারোক্তি : নোয়াখালীতে চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা পেছন থেকে বিএনপির সাইনবোর্ড সরে গেলে বাজারে কেউ মূল্য দেবে না : আলাল পিলখানা হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত : ডা: তাহের ইবি জিয়া পরিষদের নেতৃত্বে ড. ফারুক-রফিক জেলেনস্কিকে অবশ্যই আলোচনা করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতহানির ঘটনায় গ্রেফতার আরো ২ কুলাউড়ায় যুবলীগ নেতার কবল থেকে ১২ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : রংপুর ডিসি

সকল