২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

লোহাগাড়া ভাতিজাদের সাথে বিরোধে চাচা নিহত

নিহত মাহমুদুল হক - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে ভাতিজাদের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাহমুদুল হক (৬৭) নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক ওই এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে।

পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, ‘জায়গা নিয়ে মাহমুদুল হকের সাথে তার ভাতিজাদের বিরোধ ছিল। সকালে মাহমুদুল হক আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে অতর্কিতভাবে মাহমুদুল হকের ওপর হামলা করে। এতে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।’

আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় মাহমুদুল হকের স্কুলশিক্ষার্থী ছেলে মিশকাত হোসেনও (১৬) আহত হয়েছে।

নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, ‘মাহমুদুল হকের সাথে তার বড় ভাই মৃত মুহাম্মদ আলীর পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে মুহাম্মদ আলীর দুই ছেলে মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান ওই জায়গায় ঘর নির্মাণ করছিলেন। এ সময় বাধা দিলে মুজিবুর, মোস্তাফিজুর ও তাদের ভাগ্নে মো: শাকিল লাঠি দিয়ে আমার স্বামীর উপর হামলা করেন।’

নিহতের ছেলে মিনহাজ (২৩) বলেন, ‘আমার বাবাকে ওরা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং এর সঠিক বিচার চাই।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান নয়া দিগন্তকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পুলিশ আইনগত পদক্ষেপ নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় যুবলীগ নেতার কবল থেকে ১২ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে : রংপুর ডিসি ইউক্রেনের বিষয়ে জাতিসঙ্ঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের ইসকন নেতার মামলা নাকচ সরকারি ক্রয়খাতের ত্রিপক্ষীয় আঁতাতে বাজার দখলের প্রাতিষ্ঠানিকীকরণ : টিআইবি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে : শিক্ষা উপদেষ্টা সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না : সেলিম উদ্দিন রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজকে স্বনামে ফেরত দিতে হবে’ পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশী শক্তি অবশ্যই জড়িত : মেজর হাফিজ ইরাকের আদমশুমারির ফল ঘোষণা, জনসংখ্যা ৪ কোটি ৬১ লাখ

সকল