২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

সাজেকে আগুন : তদন্ত কমিটি গঠন

- ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে সংঘটিত এই আগুনের কারণ নির্ণয় এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান করতে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি কাজ করবে।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

কমিটির অন্যরা হলেন- সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, রাঙ্গামাটি পার্বত্য জেলা. সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা. সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, দিঘীনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা (সাজেকের দায়িত্বপ্রাপ্ত) এবং সদস্য সচিব- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতা রাখে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে তদন্ত কমিটি।


আরো সংবাদ



premium cement
লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক গাছ থেকে কলা কাটায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ বন্দি নিয়ে সিলেট মহানগর কারাগারের যাত্রা শুরু উভয় সঙ্কটে ছাত্র রাজনীতি এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি শুরু বায়ুদূষণে বিশ্বের তৃতীয় শহর ঢাকা জাতীয় শহীদ সেনা দিবস : বনানী কবরস্থানে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

সকল