২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

প্রথমবারের মত নোবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন প্রতিযোগিতা

-

"রান ফর হোপ,ফাইট ফর লাইফ" প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে, রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস-২০২৫। গত ৭ জানুয়ারি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নোবিপ্রবির ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মোঃ ওমর ফারুকের স্মরণে এ বছর পালন করা হবে আয়োজনটি। মূলত, ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন।

আগামী ২৮ ফেব্রুয়ারি নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের আয়োজনে দুই কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার ক্যাটাগরিতে এ ম্যারাথন শুরু হবে৷ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাপুর রোড হয়ে পূণরায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে শেষ হবে। ম্যারাথনে সকল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে জার্সি, মেডেল, সার্টিফিকেটসহ উপহারসমূহ। ইভেন্টের মোট প্রাইজমানি পনেরো হাজার টাকা। উক্ত ম্যারাথনে প্রথম দশ জনের জন্য রয়েছে বিশেষ উপহার।

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক নয়া দিগন্ত। গ্রিন পার্টনার হিসেবে থাকছে "মিশন গ্রিন বাংলাদেশ", ভিজুয়াল পার্টনার হিসেবে "প্রিন্ট আর্ট গ্যালারি", জার্সি পার্টনার হিসেবে "জার্সি ঘর" এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ"।

অনুষ্ঠিতব্য ম্যারাথন সম্পর্কে নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব বলেন, "ক্যান্সার সচেতনতায় নোবিপ্রবিতে প্রথমবারের মতো নোবিপ্রবি ব্লাড ব্রিগেড কর্তৃক 'রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস' দৌঁড় ইভেন্ট আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আয়োজনে অংশগ্রহণ করবেন। সকল মানুষদের ক্যান্সার সচেতনতায় বিভিন্ন পদক্ষেপ ও জীবনধারা বিষয়ে সচেতন করা আয়োজনের মূল উদ্দেশ্য। এই আয়োজনের সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের সফলতা কামনা করছি।"

উল্লেখ্য, নোবিপ্রবি ব্লাড ব্রিগেড আর্তমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক, অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি মূলত নোয়াখালী অঞ্চলে রক্ত ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।


আরো সংবাদ



premium cement
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মো: শহিদুল্লাহ, সম্পাদক খন্দকার মিজানুর রহমান ‘শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা’ লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক গাছ থেকে কলা কাটায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু এটিএম আজহারুলের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ বন্দি নিয়ে সিলেট মহানগর কারাগারের যাত্রা শুরু উভয় সঙ্কটে ছাত্র রাজনীতি এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি শুরু

সকল