২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন

মঙ্গলবার থেকে সাজেকে ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন। - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্র এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

সোমবার সাজেকের পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় একপাশ পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০-৯৫টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্তোরা ইত্যাদি আগুনে পুড়ে গেছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement