২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

মিরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মিরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ - প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ঢাকামুখী অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যানের চালক ওসমান গনি (৫০) চট্টগ্রামের বকশীরহাট এলাকার বাসিন্দা। নিহত অপরজন চালকের সহকারী, তার পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ঢাকামুখী মাছ পরিবহনের একটি পিকআপভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির সাথে গিয়ে ধাক্কা লাগে। এতে পিকআপভ্যানের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চালক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনায় পিকআপভ্যানের চালক ওসমান গনি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথেই মারা যান। চালকের সহকারী চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি।’

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement
‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ খবরটি সঠিক নয় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের খুলনা মহানগর বিএনপির নতুন সভাপতি মনা, সম্পাদক তুহিন ‘চলতি বছর থেকে শুরু হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেলোশিপ’ নাটোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম চট্টগ্রামের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লালপুরে শিমক্ষেত থেকে বৃদ্ধের লাশ সর্বস্তরে দুর্নীতি, বিবেককে কাজে লাগিয়ে মুক্ত হতে হবে : দুর্নীতি দমন কমিশনার নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যমানের সংগ্রহ বাংলাদেশের কালিহাতীতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় সরকারকে আরো উন্নত-শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

সকল