চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় বাস ও পাথরবোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আইরিন নিগার (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছে।
আজ সোমবার রাত সাড়ে তিনটার দিকে হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আইরিন নিগার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ফাজিলহাট এলাকার নোমান রশীদের স্ত্রী। তবে, আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছেন, কক্সবাজার ছেড়ে আসা একটি বাস চকরিয়া আসার পথে পাথরবোঝাই একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের যাত্রী আইরিন নিগার গাড়িতে চাপা পড়ে মারা যান। তাকে পুলিশ উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে বাস ও ট্রাকের চালকসহ সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনাকবলিত গাড়ি দু‘টি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা