২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিহত হাবিবা আক্তার (১২) - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে হাবিবা আক্তার (১২) নামে এক তরুণীর লাশ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস।

নিহত হাবিবা আক্তার সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী ছিলেন।

এদিকে পরিবার বলছে, ‘জ্বিনের আসরে মৃত্যু হয়েছে ।’ এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর নীড় বাড়ির গরু ব্যবসায়ী শাহ জালালের মেয়ে হাবিবা আক্তারের লাশ বসতঘরে রহস্যজনকভাবে পড়ে থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সাংবাদিকরা মৃত্যুর কারণ জানতে চাইলে তরুণীর বাবা শাহ জালাল ও চাচা মালদ্বীপ প্রবাসী নাজমুল হোসেন বলেন, ‘আমরা ঘরে ছিলাম না, দুপুরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি হাবিবার লাশ। কিন্ত কিভাবে মারা গেছে আমরা তা বলতে পারছি না। মনে হয়, জ্বিনের আসরে মারা গেছে।’

এসব কথা চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে একাধিক সূত্রে জানা যায়, হাবিবার স্কুলের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিলো এবং পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। ওই দিন স্কুলে যেন না যেতে পারে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখার কারণেই রাগান্বিত হয়ে সে আত্মহত্যা করে। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে দিচ্ছে জ্বিনের আসরে মারা গেছে।

স্থানীয়রা আরো জানায়, সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় ছবি ও ভিডিও করতে বাঁধা দেন চাচা নাজমুল হোসেন। ঘটনার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়েছে নিহতের পরিবার।

স্থানীয় ইউপি সদস্য দুলাল বলেন, ‘আমি প্রাথমিকভাবে আশেপাশের মানুষ থেকে শুনেছি স্কুলছাত্রী আত্মহত্যা করে মারা গেছে। রহস্য থাকলে পুলিশ বলতে পারবে।’

এ বিষয়ে দেবপুর ফাঁড়ির ইনচার্জ অমর দাস জানান, সন্দেহ ও রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ওসি আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

সকল