২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি মো: আবদুর রহমান ঢালীর ওপর বখাটেদের হামলা ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে ইভটিজার রনিসহ কয়েকজন বখাটে উত্যক্ত করায় তাদের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

খবর পেয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম, সেনা সদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি জেলা প্রশাসক ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে এসেছি। আমরা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে ওই বখাটেদের গ্রেফতার করবো এবং তোমাদের দাবি মেনে নেব।’

এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নিয়ে স্কুলে চলে যায়।

এ ব্যাপারে উপজেলা ছাত্র সমন্বয়ক আতিকুল শান্ত বলেন, ‘শিক্ষকদেরকে লাঞ্চিতকারী বখাটে রনি যে দল বা মতেরই হোক না কেনো তাদেরকে ছাড় দেবো না।’

এছাড়া ভুক্তভোগী শিক্ষক আবদুর রহমান ঢালী জানান, ‘আমার স্কুলের দুই শিক্ষার্থীকে বখাটেদের হাত থেকে উদ্ধার করায় বখাটেরা আমার ওপর হামলা চালায়। ঘটনাটি সাথে সাথেই পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি।’

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারী রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement
রংপুরে সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা হারুনসহ গ্রেফতার ১৬ নওগাঁয় আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে নিহত মা চকরিয়ায় প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার বারেক ফিরে চাওয়া : সত্তরের নির্বাচন মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে : ছাত্রদল ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে : ছাত্রশিবির মার্কিন প্রভাব মোকাবেলায় তালেবান অন্তবর্তী সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’ : তারেক রহমান রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০ জুলাই বিপ্লব : কোন দিকে যাচ্ছে জেন জেড রাখাল রাহাকে গ্রেফতার ও র‍্যাব সদস্য আলেপের শাস্তির দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ

সকল