২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাককারখানার আগুন নিয়ন্ত্রণে

বিকেল ৪টা ৫০ মিনিটে এ আগুন লাগে - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাদামতল এলাকায় একটি পোশাককারখানায় চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। এর আগে, বিকেলে বোয়ালখালী, মোহরা ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে দু’টি করে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পাঁচ তলার ইউনিটে আগুন কিছুটা জ্বলছে।’

আগুন মোটামুটি ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে। আশপাশে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। আগুন লাগার খবর পেয়ে কারাখানায় কর্মরতদের আত্মীয় স্বজনরা ছুটে আসছে। এতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement