২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
নৌবাহিনী পরিবার কল্যাণ সঙ্ঘের উদ্যোগ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে হস্তান্তর - ছবি : নয়া দিগন্ত

ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যার্তদের পুনবার্সনে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সঙ্ঘ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নৌবাহিনী পরিবার কল্যাণ সঙ্ঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানার উদ্যোগে এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় নবনির্মিত ৮৫টি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী নবনির্মিত এ সকল বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অন্যদের মধ্যে ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি প্রবেশের কারণে ২০২৪ সালের গত ২১ আগস্ট
দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর ফেনীসহ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহ ও আকস্মিক এই প্লাবনে বাড়ি-ঘর, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দিরসহ সম্পূর্ণ এলাকা তলিয়ে যায়। এতে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। এই মহাদুর্যোগকালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের আওতায় নৌবাহিনী উদ্ধারকারী দল পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পাশাপাশি ত্রাণসামগ্রী, বিশুদ্ধ খাবার পানি, আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন স্থানে মানুষের মাঝে রান্না করা খাবার, বস্ত্র সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে। বন্যা দুর্গত এলাকায় ৩৫ শয্যাবিশিষ্ট ফিল্ড হসপিটাল স্থাপন করে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদান করে।

বন্যা পরবর্তী সময়ে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সঙ্ঘের উদ্যোগে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাড়ি নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিরাও ওই কার্যক্রমে সম্পৃক্ত হয়। বন্যায় বাড়ি-ঘর হারিয়ে আশ্রয়হীন ও অসহায় মানুষদের নিরাপদ আবাসন ব্যবস্থা করে দিতে গত বছরের ৯ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়। নবনির্মিত বাড়িগুলো বাংলাদেশের মুন্সিগঞ্জের মতো বন্যা প্রবণ এলাকায় খুবই উপযোগী হিসেবে দীর্ঘ দিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। দেড় তলা বিশিষ্ট এ বাড়িগুলোতে বন্যাকালে পানিবন্দী মানুষ পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই নিরাপদে অবস্থান করার সুবিধা রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সঙ্ঘের পক্ষ থেকে এ সকল বাড়ি পেয়ে অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ইতোপূর্বে নৌবাহিনী ফেনী জেলার সদর ও ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ ৩৯টি প্রতিষ্ঠানে ব্যবহার্য বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করে। নৌবাহিনীর এ ধরনের জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরো সংবাদ



premium cement