২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে : আহমেদ আজম খান

সমাবেশে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান - ছবি : নয়া দিগন্ত

ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে মন্তব্য করে জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, ‘নির্বাচন নিয়ে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

আহমেদ আজম খান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, নির্বাচন নিয়ে কোনো কালক্ষেপণ করা যাবে না। আপনারা সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দিন। অন্য সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে। এত ভয় কীসের? সুষ্ঠু নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে।’

দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো: ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), বিএনপি নেতা ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন।

এ সময় আরো বক্তব্য দেন সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী মো: শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ।


আরো সংবাদ



premium cement
এখন যারা বড় বড় কথা বলছেন তারা মাঠে ছিলেন না আন্দোলনে : তারেক রহমান বন্দিবিনিময়ের মধ্য দিয়ে প্রথম পর্বের শেষ ধাপ সম্পন্ন পদত্যাগ করবেন নাহিদ নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম অজ্ঞাত প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছিল ২৯ মিলিয়ন ডলার জনদুর্ভোগ কমাতে আগে স্থানীয় নির্বাচন দিন নতুন দল নিয়ে কাটছে না অনিশ্চয়তা ট্রাম্পের গাজা পরিকল্পনার বিকল্প নিয়ে রিয়াদে আরব নেতাদের বৈঠক ঝিনাইদহে পূর্ববাংলার ৩ জনকে গুলিতে হত্যা : দায় নিয়ে ধোঁয়াশা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও আর্থিক বৈষম্য এখনো প্রকট : বাণিজ্য উপদেষ্টা আপিল বিভাগের প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বাংলাদেশ পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : ধর্ম উপদেষ্টা

সকল