২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

এ বছরের মধ্যেই নির্বাচন শেষ করুন : মাহবুব উদ্দিন খোকন

সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন - ছবি : নয়া দিগন্ত

এই বছরের মধ্যেই নির্বাচন শেষ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, ‘এ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। সংস্কারের নামে কালক্ষেপণ করায় প্রমাণ হচ্ছে এ সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তোরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের বিভিন্ন চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ করা হয়।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন শেষ করুন। তারেক রহমানের ৩১ দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমান যাতে দেশের প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে প্রধানমন্ত্রী হবেন।’

এক উপদেষ্টার বক্তব্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ সরকারের মাঝে আওয়ামী লীগের লোক বসে আছে। কেউ কেউ বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাঁধা নেই। তারা নির্বাচনকে কালক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো: আকতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি কুমিল্লা বিভাগ সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মো: আব্বাস উদ্দিন কমান্ডার, মো: আতিকুল আলম শাওন, মো: মহিউদ্দিন।


আরো সংবাদ



premium cement
ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৪২৩ কোটি টাকা ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে এলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভোক্তা অধিকার আইনবিষয়ক সেমিনার সিটি সুগার ইন্ডাস্ট্রিজের জন্য বন্ডের মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চট্টগ্রামে ৩৩তম ইবিএল-বিজিসিসি শৌখিন গলফ টুর্নামেন্ট ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে ইবিতে সমাবেশ সিভাসুতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সকল