চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১
চকরিয়া উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নের মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রলিতে থাকা দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)।
স্থানীয়রা জানান, কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রলিতে করে ডেকোরেশনের মালামাল নিয়ে ফিরছিলেন রুবেল ও সেলিম। তারা মরংঘোনা সেতুসংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পেকুয়াগমী পানবোঝাই একটি পিকআপভ্যানের সাথে ট্রলিগাড়ির ধাক্কা লাগে। এতে ট্রলিতে থাকা দুই যুবক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জনের লাশ আইনি পদক্ষেপ শেষে আজ শনিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়েছেন।