২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

জুলাই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : আবদুল হাই শিকদার

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার - ছবি : নয়া দিগন্ত

জুলাই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে মন্তব্য করে নজরুল গবেষক ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, ‘জুলাই বিপ্লবের অংশ নেয়া শিক্ষার্থীদের সবচেয়ে ভালো চয়েজ ছিল ডক্টর প্রফেসর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা। তা না হলে ভারত বাংলাদেশের ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে গলাটিপে হত্যা করা হতো।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ বইমেলায় ‘সমকালীন বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়টির ভিসি ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল লতিফ মাসুম।

কবি আবদুল হাই শিকদার বলেন, ‘ডক্টর ইউনুসকে সুস্থিরতা দিতে হবে। তাকে শান্তিপূর্ণভাবে সমাধানের রাস্তা দিতে হবে। সংস্কারও করতে হবে নির্বাচনও দিতে হবে। শান্তিপূর্ণভাবে সেগুলো করার জন্য তাকে সুস্থিরতা দিতে হবে। এটা বাংলাদেশবাসীর কাছে আমার দরখাস্ত। তাকে বিরক্ত করলে আমাদের জাতিরও সমস্যা হবে। ইন্ডিয়া চব্বিশ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ছিন্নভিন্ন করে দিবে। শুধু প্রফেসর ইউনুস সাহেবের দাপটের কাছে মোদি মিয়া পুসি বিড়ালের মতো মিউ মিউ করছে।’


আরো সংবাদ



premium cement