২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

- ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকা-চট্টগ্রাম রেলপথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জেসমিন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাঙ্গলকোট বাজার রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জেসমিন বেগম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামের শাহ আলমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট বাজার রেল গেটে আসার আগেই গেটম্যান গেটে ব্যারিকেড দেয়। ওই নারী উপস্থিত লোকজনের নিষেধ উপেক্ষা করে ব্যারিকেডের নিচ দিয়ে রেল লাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, সকালে সুবর্ণ ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরো সংবাদ



premium cement